প্রকাশ: ১৭ মে ২০২৫, ২২:৩৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর বুকে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে উঠেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে নদীর পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলবেলা কিছু জেলে নদীর চরে মাছ ধরতে গেলে তারা পানিতে ভাসতে থাকা মরদেহটি দেখতে পান। এরপর তারা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
নৌপুলিশ জানায়, মৃতদেহের সঙ্গে কোনো পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি। তার পরনে একটি সাধারণ পোশাক ছিল, তবে তা থেকেও কোনো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ওসি ত্রিনাথ সাহা বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
পরিচয় শনাক্তে পুলিশ ইতিমধ্যে সিআইডিকে খবর দিয়েছে। তাদের প্রযুক্তিগত সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা সাধারণত এখানে ঘটে না, তাই সবাই জানতে চায় যুবকটি কে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত নিহতের পরিচয় বা মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও পুলিশ বলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।