রাজধানীর কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে ওই যুবককে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার সূত্রপাত হয় ১৪ মে রাতের দিকে, যখন মাহফুজ আলম আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কাকরাইল মসজিদের সামনে যান। আলোচনার একপর্যায়ে হঠাৎ করেই একটি প্লাস্টিকের পানির বোতল তাকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়। ঘটনায় সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক হোসাইনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে।
পুলিশ সূত্র বলছে, ডিবিতে নেওয়া যুবক সম্পর্কে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি যে তিনি ইশতিয়াক হোসাইন কিনা। তবে বিষয়টি যাচাই করা হচ্ছে। পুলিশের বক্তব্য, এ ধরনের আচরণ দায়িত্বজ্ঞানহীন এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।