প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১২:৮
রাশিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলোর যথাযথ প্রতিফলন নেই। মস্কো মনে করে, এই প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং এটি গ্রহণযোগ্য হবে না। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াবকভ স্পষ্ট করেছেন যে, মার্কিন প্রশাসন রাশিয়ার সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখেনি, ফলে এই প্রস্তাব কার্যকর হতে পারে না।