গোপালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন
গোপালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

টাঙ্গাইলের গোপালপুরে বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।


‘প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালনের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শেষ হয় উপজেলা প্রশাসকের হলরুমে। সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রবাসীরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. গোলাম মোর্শেদ, প্রকৌশলী মো. মশিউল ইসলাম খান, সমাজসেবা কর্মকর্তা মো. এখলাস উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পরিসংখ্যান কর্মকর্তা আঃ আলীম এবং ব্র্যাক প্রোগ্রামের প্রতিনিধি তৃষ্ণা রানী দাস।


সভায় প্রবাসী সেলিনা বেগম তার অভিজ্ঞতা এবং প্রবাসীদের অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা অভিবাসীদের প্রতি দায়িত্বশীল আচরণ, তাদের জন্য বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন বলেন, "প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের অধিকার সুরক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।"


উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।