ধামইরহাটে সুখী জীবনের লক্ষে ব্যায়াম কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
মো.হারুন আল রশীদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ২০শে আগস্ট ২০২১ ০৯:১০ অপরাহ্ন
ধামইরহাটে সুখী জীবনের লক্ষে ব্যায়াম কর্মসূচী

নওগাঁর ধামইরহাটে সুস্থ দেহ প্রশান্ত মন,কর্ম ব্যস্ত সুখী জীবনের লক্ষ্যে এক শারিরীক কসরত (ব্যায়াম) কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ কর্মসূচী উদ্বোধন করেন ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী। 


এলাকার সচেতন শিক্ষিত সমাজের প্রতিনিধিগণ এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলার বিভিন্ন পেশার প্রায় ৫০ জনকে নিয়ে প্রতিদিন বৈজ্ঞানিক পদ্ধতিতে এ শারিরীক কসরত কর্মসূচী চলবে। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ধামইরহাটের সন্তান রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক এসএম মাহবুব উর রহমান। 



উদ্বোধনী দিনে ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,প্রাক্তণ এমএনএ বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত সৈয়দ নবিবুর রহমানের স্মরণে তার সন্তান সৈয়দ মঞ্জুর মোরশেদ লিমন এর সৌজন্যে অংশগ্রহণকারীদের টিশার্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম।