রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫১০ কার্তিক, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইল

জীবনের হিসাববিজ্ঞান ...

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ২:৫

শেয়ার করুনঃ
জীবনের হিসাববিজ্ঞান ...
হিসাববিজ্ঞান
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বছরটা শুরু হলো খারাপ সংবাদ আবার একইসাথে ভালো সংবাদ দিয়ে। পহেলা বৈশাখ ১৪২৮, নববর্ষের প্রথম দিন। ঐদিন আবার মাহে রমজানের প্রথম দিন। এটা হলো ভালো সংবাদ। কিন্তু খারাপ সংবাদ হলো করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার চলাচলে শর্তসাপেক্ষে বিধিনিষেধ আরোপ করেছে ২০২১ এর পহেলা বৈশাখ থেকে। স্থানীয়ভাবে এটা লকডাউন নামে পরিচিতি পায়।

সাহেদ একজন ঠিকাদার।  তার বাড়ি নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান গ্রামে।  বাজার থেকে পুব দিকে পাকা রাস্তায় দেড় কিলোমিটার পরেই তাদের বাড়ি। সেখ বাড়ি। সেখ মোঃ সাহেদুর রহমান তার নাম। নাজিরপুরের উত্তরে টুঙ্গীপাড়া। টুঙ্গীপাড়ার শেখ আর নাজিরপুরের সেখ আলাদা। বানান আলাদা, হিসাবও আলাদা। নাজিরপুরে সেখদের নামে একটা ইউনিয়নই আছে, নাম সেখমাটিয়া। এটা আবার বাগেরহাটের চিতলমারী উপজেলা সংলগ্ন।

আরও

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

সাহেদ লেখাপড়া করেছে পিরোজপুরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে, হিসাববিজ্ঞানে। যদিও সাহেদ বিজ্ঞানসম্মতভাবে হিসাব-নিকেশ করতে জানে না, অথবা পারে না। জীবনের যাবতীয় হিসেব সে করে মানবিকভাবে। তার পড়া উচিত ছিলো হিসাবকলা ও মানবিকী বিভাগে। কিন্তু জানা যায়, এই নামে সোহরাওয়ার্দী কলেজ তো দূরের কথা, নিখিল বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এরকম কোনো বিভাগ বা অনুষদ নেই। এটা নিয়ে ইউজিসি’র কাজ করা দরকার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে হিসাবকলা অনুষদ, বিভাগ বা নিদেনপক্ষে একটা কোর্স চালু করা দরকার। এদেশের লোক পড়ে হিসাববিজ্ঞান, কিন্তু জীবনের যাবতীয় হিসাব তারা করে স্বার্থ, লাভ ও ক্ষতির জটিল সমীকরণে। এখানে মানবিক হিসাবের বেশ আকাল দেখা যাচ্ছে। যারা একটু আধটু মানবিকভাবে জীবনের জটিল সমীকরণ মেলাতে চায়, তারা বেশ ঝামেলায় পড়ে যাচ্ছে। লকডাউনে বাসায় শুয়ে শুয়ে সাহেদ এসব ভাবে। এরকম ভাবাভাবি এক প্রকার হিসাব যদিও হিসাববিজ্ঞানের সাথে এর কোনো সম্পর্ক নেই।।

 

সাহেদ ঠিকাদারি করে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশীদের সাথে, সাবকন্ট্রাক্টে। এটা একটা মজার হিসাব। ধরুন মাটিভাংগা টুঙ্গীপাড়া মহাসড়কের কাজ সরকারিভাবে পেয়েছে হারুন সাহেব, কিন্তু সে কোনো কাজ করেনা। তার লাইসেন্স দিয়ে কাজ করে তার অনুগত রাজনৈতিক ভাই ব্রাদার। বিনিময়ে লাভের বড় অংশ কাজ না করেই পাবেন হারুন সাহেব। এটাকে সাবকন্ট্রাক্ট বলে। এটাই হিসাববিজ্ঞান, এটাই সায়েন্স। 

আরও

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

সাহেদ হারুন সাহবের অনুগত ছোট ভাই। সে ঠিকাদারির এই হিসাববিজ্ঞানে ঢুকে গেছে, কিন্তু মনমতো হিসাব মিলাতে পারছে না। এর অন্যতম কারণ করোনা ভাইরাস। ২০২০ এর মার্চে দেশে করোনা আক্রমনের পর থেকে সারা দুনিয়ায় অদ্ভুত স্থবিরতা চলছে, নাজিরপুরও তার ব্যতিক্রম নয়। এখানকার গ্রামীণ জনপদ অনেকটা পার্শ্ববর্তী কালীগঙ্গা নদীর মতো। জোয়ার ভাটা আছে, কিন্তু স্রোত নেই, এমনকি শ্রাবণ মাসেও প্লাবন নেই, অনেকটা সেরকম। করোনা এসে এই শান্ত জনপদকে আরও শান্ত করে তুলেছে। প্রশাসন, পুলিশ আর জরুরি সেবা ছাড়া বেশিরভাগ অফিস আর দোকানপাট বন্ধ। উন্নয়ন-মেরামত এসব কাজকর্মও বন্ধ। এক বছরের বেশি হয়ে গেলো সাহেদের হাতে তাই কোনো কাজকর্ম নাই। নিতান্তই বেকার অবস্থায় ঘরে বসা। একটু যে নাজিরপুর বাজার বা পিরোজপুর সদরে গিয়ে ইয়ার দোস্তদের সাথে দেখা করবে, সেই পরিস্থিতিও এখন আর নাই। আগে ছিলো লকডাউন, এখন এসেছে শাটডাউন, মানে সকল যাতায়াত বন্ধ। হেলমেট আর মাস্কসহ মটোরসাইকেল নিয়ে রাস্তায় নামলেও মোড়ে পুলিশ আটকায়, তখন যাতনার শেষ থাকে না। আবার কখনও ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়তে হয়। তখন ম্যাজিস্ট্রেট সাহেব নানারকম নীতি-নৈতিকথা-সামাজিক দায়িত্বের কথা বলেন। বলা শেষ হওয়ার পর অর্থদণ্ড দেন অথবা বিবেচনা অনুযায়ী খালাস দেন। এই দণ্ড দেওয়া না দেওয়া একপ্রকার উচ্চমার্গীয় হিসাব যদিও হিসাববিজ্ঞানের সাথে এর কোনো সম্পর্ক নেই।

এর মধ্যে সাহেদের বউ গিয়েছে বাপের বাড়ি, দেউলবাড়ী, কিন্তু ফেরত আসার নাম নাই।  সাহেদের বউ সামিহা। তাদের বিয়ে হয়েছে প্রায় পৌনে পাঁচ বছর কিন্তু বাচ্চাকাচ্চা আলোর মুখ দেখে নাই, অথবা তারা বাচ্চাকাচ্চার মুখ দেখে নাই। সঠিক কোন ঘটনা এখানে ঘটেছে সাহেদ বা সামিহা কেউ তার হিসাব মিলাতে পারছে না।

এদিকে বাড়িতে যাওয়ার সময় স্ত্রীকে দীঘিরজান বাজার থেকে একজোড়া ঘুঘু কিনে দিয়েছে সাহেদ। রাজঘুঘু। একটি পুরুষ অন্যটি নারী, ইংরেজি নাম Ring Dove। খুব সুন্দর। হালকা লালচে বাদামী আর গলার চারপাশে কালো রংয়ের রিং। সেখান থেকে নাম হয়েছে রিং ডাভ। আর বাংলায় রাজঘুঘু নাম হওয়ার কারণ এর অসাধারণ ডাক। বিশেষ করে দহন দুপুরে যখন চারিদিক ক্লান্ত-স্তব্ধ, তখন রাজঘুঘুর ডাক সুমধুর। দুপুরে ভাত খেয়ে শুয়ে শুয়ে সংসার নিয়ে এটাসেটা ভাবে সামিহা। রাজঘুঘুর ডাক এরকম সাধাসিধে ভাবনায় ভালো সাপোর্ট দেয়। চিন্তা গতিশীল হয়, এক চিন্তা লাফ দিয়ে অন্য চিন্তায় যাওয়া যায় খুব সহজেই। পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করে ঘুঘুর বিরতিহীন বা বিরতিসহ ডাক।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

সামিহারা দুই বোন, সে বড়। ছোট বোনের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলায়, গত বছর। করোনার মধ্যেই। এজন্য কোনো আয়োজন করতে পারেনাই সামিহার আব্বা। ছোট মেয়েটাকে ঠিকভাবে তুলে দিতে পারলো না বিয়ের সময় এই কষ্টে প্রায়ই অনুশচনা করেন তিনি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সামিহার ছোট বোন নিগার এক পুত্রসন্তানের মা হয়ে গেছে। এই নিয়ে দুই পরিবারে চাঁদের হাট বসেছে এখন। বিয়ের পরও নিগারের সাথে সামিহার নিয়মিত কথা হতো কিন্তু ইদানিং তেমন একটা আলাপচারিতা হয় না। এটিও একটি হিসাবের বিষয় যদিও হিসাববিজ্ঞানের সাথে এর কোনো সম্পর্ক নেই।

সামিহা বাপের বাড়িতে এসেছে প্রায় মাসখানেক। ঈদের পর, সাহেদ আসেনি, একাই এসেছে, সঙ্গে নিয়ে এসেছে এক জোড়া রাজঘুঘু। সাহেদ এবার না আসায় সে রাগ করেছে, তাই সিদ্ধান্ত নিয়েছে সাহেদ না এলে সে একাএকা আর সংসারে ফেরত যাবে না, সহজ হিসাব। 

ঘুঘু খাঁচায় থাকে, নানানরকম ভঙ্গী করে ডাকে, অনবরত ডাকে। এদিকে ছোট বোন নিগার গত সপ্তাহে স্বামী-সন্তান নিয়ে এই করোনার মাঝেও স্বরূপকাঠী থেকে এসে বেড়িয়ে গেছে, দুই দিন ছিলো। নিগারের ছেলের বয়স দুই মাস। তার মিহি চীৎকার ঘুঘুর ডাকের চেয়েও হাজারগুণ মধুর লাগে সামিহার কাছে। এই হাজারগুণ মধুর লাগা একরকম হিসাবের বিষয় যদিও হিসাববিজ্ঞানের সাথে এর কোনো সম্পর্ক নেই।

সামিহার সাথে সাহেদের কথা হয়, দিনে চার পাঁচ বার, ফোনে অথবা ম্যাসেঞ্জারে। কথার ব্যাপ্তি খুব কম। তাদের আলোচনার প্রধান বিষয় “কী করো?”; “খাইছো?”; “ঘুমাবা কখন?” প্রভৃতি। ইদানিং অবশ্য ঘুঘু নিয়ে কথা বলে তারা। ঘুঘু খাঁচায় রাখা ঠিক কীনা, এতে নিশ্চয় গুনাহ হবে, তিলা ঘুঘু ভালো ডাকে না রাজঘুঘু, ঘুঘু আর কবুতর এক কীনা, ঘুঘুর বাচ্চা হয় কতদিন পরপর এসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে তারা। এগুলোও এক ধরণের হিসাবের আলোচনা, যদিও হিসাববিজ্ঞানের সাথে এর কোনো সম্পর্ক নেই।

জুলাই মাসের শেষ সপ্তাহ, শাটডাউন শিথিল হয়ে যাচ্ছে। চলাচল অনেকটা স্বাভাবিক। রাস্তায় মটোরসাইকেল, অটোরিক্সা, রিকশা, ভ্যান যাতায়াত করছে। এমন এক সুন্দর সকালে ঘুম ভেঙে সামিহা দেখে ঘুঘুর খাঁচায় একটা ডিম। একটি ঘুঘু তাতে তা দিচ্ছে, অন্যটি অনবরত ডেকেই যাচ্ছে। বড় মিষ্টি আর উৎসবমুখর সে ডাক। সাহেদ ঘুঘুর খাঁচা খরিদ করেছিলো দীঘিরজান বাজার থেকে, মাত্র মাসখানেক আগে। এর মাঝে এই ঘটনা। সামিহা সাথে সাথে সাহেদকে ফোন দেয়। দিয়ে বলে, সে যেনো এক মুহূর্তও দেরি না করে তাকে নিতে আসে। বাপের বাড়িতে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। এটিও একটি হিসাবের বিষয় যদিও হিসাববিজ্ঞানের সাথে এর কোনো সম্পর্ক নেই।

সাহেদ দেরি না করে মটোরসাইকেল স্টার্ট দেয়। কালীগঙ্গা ব্রিজের উপর দিয়ে যেতে যেতে ভাবে হঠাৎ কী হলো সামিহার। সাতসকালে জরুরি তলব। সে হিসাববিজ্ঞানের ছাত্র ছিলো, কিন্তু জগতের কোনো হিসাবই তার মেলে না। কিছুকিছু হিসাব না মেলাই ভালো। জীবন হিসাববিজ্ঞান না, হিসাবকলা আসলে। হিসাব মিলবে না- এটাই হিসাবকলার প্রথম পাঠ।

সর্বশেষ সংবাদ

সংকটের সময় আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা

সংকটের সময় আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা

উত্তর কোরিয়ার কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ

উত্তর কোরিয়ার কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ

সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি জনগোষ্ঠীর জন্য মেডিক্যাল ক্যাম্প

সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি জনগোষ্ঠীর জন্য মেডিক্যাল ক্যাম্প

আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী

আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর আগুনে রপ্তানি খাতের ক্ষতি ১০০ কোটি টাকা ছাড়াতে পারে

বিমানবন্দর আগুনে রপ্তানি খাতের ক্ষতি ১০০ কোটি টাকা ছাড়াতে পারে

আল্লাহর সন্তুষ্টিই মুমিনের আসল সফলতা

আল্লাহর সন্তুষ্টিই মুমিনের আসল সফলতা

সিরাজগঞ্জে নাতির হাতে দাদী খুন, আটক নাতি

সিরাজগঞ্জে নাতির হাতে দাদী খুন, আটক নাতি

খাগড়াছড়িতে চাঁদা আদায়কালে ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়িতে চাঁদা আদায়কালে ইউপিডিএফ সদস্য আটক

ডা. টিপুর সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা মান্দা উপজেলা বিএনপির

ডা. টিপুর সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা মান্দা উপজেলা বিএনপির

এ সম্পর্কিত আরও পড়ুন

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মকালে শরীরের ভেতরে নানা পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়ে লিভারেও। বিশেষ করে ফ্যাটি লিভার সমস্যায় যারা ভুগছেন বা ঝুঁকির মধ্যে আছেন, তাদের জন্য খাদ্যাভ্যাসে কিছু সচেতন পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, লিভার ভালো রাখতে গেলে কেবল খাবারের ধরন নয়, রান্নার তেল বেছে নেওয়ার দিকেও মনোযোগ দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল

উদ্যোক্তাদের মিলনমেলায় নতুন স্বপ্ন গড়ার অঙ্গীকার

উদ্যোক্তাদের মিলনমেলায় নতুন স্বপ্ন গড়ার অঙ্গীকার

দেশের অন্যতম উদ্যোক্তা সংগঠন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) সম্প্রতি ফাউন্ডার মেম্বার্স নাইট ২.০ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে, যা উদ্যোক্তাদের মাঝে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে আরও প্রজ্জ্বলিত করেছে। গত ৮ মে ২০২৫, বৃহস্পতিবার বনানীর হোটেল শেরাটনে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয় যেখানে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ রোডম্যাপ উপস্থাপন ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটির সূচনা করেন ক্লাবের যুগ্ম