প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ২০:২৪
বিশ্বের অন্যতম বড় অস্ত্র উৎপাদনকারী দেশ রাশিয়া তার যুদ্ধাস্ত্র উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আন্তন আলিখানোভ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেওয়া এক বক্তব্যে তিনি জানান, দেশের সব অস্ত্র কারখানা এখন সম্পূর্ণ উৎপাদনে রয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে তারা অস্ত্র নির্মাণ কর্মসূচিকে আরও জোরদার করার পরিকল্পনা গ্রহণ করেছেন।