মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী দেশে ফেরা সহজ করতে মাল্টিপল ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, গত বছরের মে মাসে নির্ধারিত সময়ে যেতে না পারা ১৮ হাজার শ্রমিকের মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের সুযোগ দিতে হবে। এ বিষয়ে একটি যৌথ কারিগরি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সাম্প্রতিক সভাগুলোতে বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।
প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গত অক্টোবরে হওয়া বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মালয়েশিয়ার দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যানশিপে অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে গ্রহণের আহ্বান জানান। এছাড়া, আসন্ন রোহিঙ্গা সংকট সম্মেলনে আসিয়ানের সহযোগিতা চেয়েছেন তিনি।
মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ড. ইউনূস জানান, বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে ঢাকায় ৫ম যৌথ কমিশন বৈঠকের আয়োজন করতে প্রস্তুত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।