প্রাইভেট কার, সিএনজি, ট্যাক্সি রিকুইজিশন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০১৯ ১০:৫৯ পূর্বাহ্ন
প্রাইভেট কার, সিএনজি, ট্যাক্সি রিকুইজিশন করা যাবে না

প্রাইভেট কার, ট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশা পুলিশ রিকুইজিশন করতে পারে না বলে জানিয়েছেন হাইকোর্ট। এছাড়াও, গাড়ি রিকুইজিশন সংক্রান্ত নয়টি নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। নির্দেশনায় বলা হয়, রিকুইজিশনকৃত গাড়িগুলোকে অবশ্যই জনস্বার্থে ব্যবহার করতে হবে। যদি তা না হয় এবং সে গাড়ি পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত বা পারিবারিক কাজে ব্যবহৃত হয়, তাহলে সেই দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমনকী, ছয় মাসে একবারের বেশি কোনো গাড়ি রিকুইজিশন করা যাবে না এবং রিকুইজিশনকৃত গাড়ির কোনো ক্ষতি হলে পুলিশ গাড়ির মালিককে ক্ষতিপূরণ দিবে বলেও জানিয়েছেন হাইকোর্ট। যেসব যানবাহনে নারী, শিশু এবং রোগী থাকবে সেসব গাড়ি রিকুইজিশন করা যাবে না। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের করা রিট আবেদনের শুনানি চলাকালে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ (৩১ জুলাই) এই নির্দেশনা দেন।

ইনিউজ ৭১/এম.আর