ঢাকার চিফ জুডিসিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাশে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন সংস্থার সহকারী পরিচালক (প্রসিকিউশন) মো. আমিনুল ইসলাম। তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুদকের সহকারী পরিচালক বলেন, সকালে অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে মারাত্মকভাবে হই। আমার সহকর্মীরা তাৎক্ষণিক ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়। অল্পের জন্য আমি বেঁচে গেছি।
দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বলেন, ‘আমরা আশা করেছিলাম সিজেএমের নতুন ভবনে আমাদের অফিসের জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু নতুন ভবনের পরিবর্তে আমাদের জায়গা হয় পুলিশ সুপার কার্যালয়ের তৃতীয় তলায়। ভবনটি অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ।’
তিনি বলেন, ‘আমিনুল স্যারের ওপর যেভাবে পলেস্তারা ভেঙে পড়েছে, তাতে প্রাণহানিসহ আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এখন আমাদের সবাই আতঙ্কের মধ্যে আছে। আমরা দ্রুত এখান থেকে নিরাপদ স্থানে আমাদের অফিসটি স্থানান্তরের দাবি জানাচ্ছি।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।