আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩০শে সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট

আইনজীবী তালিকা ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণে রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর, সোমবার আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া স্টামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থী এআবেদনটি দায়ের করেন। রিটকারীদের আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ তথ্য সাংবাদিকদের জানান।

রিটে আইন মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্টামফোর্ড ইউনিভার্সিটির ভিসিকে বিবাদী করা হয়েছে।

রিট দায়েরের পর এবিএম শাহজাহান আকন্দ মাসুম সাংবাদিকদের জানান, ল গ্রাজুয়েশন (আইন বিষয়ে উত্তীর্ণ) হওয়া সত্ত্বেও স্টামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভূক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দিচ্ছে না। এজন্য তারা হাইকোর্টে রিট দায়ের করেছেন। যেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো তাদেরকেও সুযোগ দেওয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব