হিলিতে ট্রেন ট্রাজেডি দিবসে দোয়া ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন
হিলিতে ট্রেন ট্রাজেডি দিবসে দোয়া ও আলোচনা

দিনাজপুরের হিলিতে যথাযথ মর্যাদায় ও শোকের আবহে ১৯৯৫ সালের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মরণে ট্রেন ট্রাজেডি দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। বিকেলে হিলি রেলস্টেশনে রেলওয়ে একতা ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।


রেলওয়ে একতা ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, প্রেসক্লাব সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


বক্তারা স্মৃতিচারণ করে বলেন, ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি রেলওয়ের স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের দায়িত্ব অবহেলার কারণে হিলি রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেন ও সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ২৭ জন যাত্রী নিহত হন। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার না হওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতি বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।


বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় এলে হিলি রেলস্টেশনের আধুনিকায়ন, ট্রেনের বিরতির ব্যবস্থা, এবং দুর্ঘটনাকবলিত পরিবারের পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।