অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেফতার জি কে শামীমের সাত দেহরক্ষীর জামিন আবেদন নাকচ করেছে আদালত। সাত দেহরক্ষী হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মুরাদ হোসেন, মো.জাহিদুল ইসলাম, মো.শহিদুল ইসলাম, মো.কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আমিনুল ইসলাম। ২৯ সেপ্টেম্বর, রবিবার এ বিষয়ে শুনানি করে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন। আজ এ আসামীদের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। আজ আসামিদের পক্ষে তাদের আইনজীবী আবদুর রহমান হাওলাদার জামিন শুনানি করেন। শুনানিতে আইনজীবী বলেন, আসামিদের অস্ত্র বৈধ এবং নিজেদের নামে। তাদের নামে অস্ত্র লাইসেন্স করা। বৈধ অস্ত্র দিয়ে তারা জীবিকা নির্বাহ করেন, অবৈধ অস্ত্র দিয়ে নয়। এজন্য আসামিরা জামিন পাওয়ার হকদার। জামিন দিলে তারা পলাতক হবেন না। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর অস্ত্র আইনের এ মামলায় চার দিনের রিমান্ড শেষে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। তার আগে গত ২১ সেপ্টেম্বর সাত আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন জি কে শামীমের অস্ত্র ও মাদকের দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র্যাব। শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগ রয়েছে। এ সময় তার অফিসে অবৈধ অস্ত্র ও মাদক পাওয়া গেছে। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা ও এফডিআর জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে তিনটি মামলা করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।