
প্রকাশ: ১ ডিসেম্বর ২০১৯, ২২:৯

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার চার মাস পরেও আদেশের প্রত্যয়িত অনুলিপি না দেওয়ার ঘটনায় হাইকোর্টে দুঃখ প্রকাশ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। রোববার (০১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাজির হয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। আদালতে দুঃখপ্রকাশ করে সারওয়ার আলম বলেছেন, ‘ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকব।’
উল্লেখ্য, ১৮ জুলাই অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তপু এন্টারপ্রাইজ নামে একটি পশুখাদ্য প্রস্তুতকরণ কারখানার ব্যবস্থাপক মিজান মিয়াকে এক বছরের কারাদণ্ড দেন। পরে ওই সাজার আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য আদেশের কপি চান। কিন্তু সাজা দেয়ার চার মাস পরও আদেশের কপি দেয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মো. মিজান মিয়া গত ১৭ নভেম্বর রিটটি করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব