দুর্নীতির অভিযোগে এই প্রথম শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ন
দুর্নীতির অভিযোগে এই প্রথম শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে মামলা

রাজউক থেকে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যসহ মোট ১২ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলো দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, এবং মেয়ে আজমিনা সিদ্দিককে। সহযোগী আসামি হিসেবে যুক্ত করা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের আরও সদস্যদের। 


অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা তার সরকারের ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পে ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে মোট ছয়টি প্লট বরাদ্দ নেন। বরাদ্দকৃত প্লটগুলো শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং তার পরিবারের অন্য সদস্যদের নামে নেওয়া হয়। এ প্রসঙ্গে রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে।


দুদক সূত্র জানায়, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। এর মধ্যে রয়েছে রূপপুর পরমাণু প্রকল্প এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ। এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দুদককে চ্যালেঞ্জ জানিয়েছেন। 


ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো তদন্তাধীন রয়েছে।