পৌষ সংক্রান্তিতে শ্রীমঙ্গলে জমে উঠেছে মাছের মেলা

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ন
পৌষ সংক্রান্তিতে শ্রীমঙ্গলে জমে উঠেছে মাছের মেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের নতুন বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশাল মাছের মেলা। প্রতি বছরের মতো এবারও মেলা জমে উঠেছে, এবং এতে দেশি মাছের বিপুল সমাহার দেখা গেছে। হাওর, বিল এবং নদী থেকে সংগৃহীত টাটকা মাছের পাশাপাশি চাষের মাছও মেলায় স্থান পেয়েছে, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।


সোমবার বিকেল ৩টায় মেলা ঘুরে দেখা গেছে, বাজারজুড়ে নানা রকম দেশি মাছের পসরা সাজানো। মাছ বিক্রেতারা তাদের স্টলে চিতল, বোয়াল, আইড়, রুই, কাতলা এবং ব্রিগেড মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করছেন। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী মাছ কিনছেন এবং মেলায় জমজমাট পরিবেশ বিরাজ করছে।


মাছ বিক্রেতা কবির মিয়া জানান, "হাওর ও নদীর মাছের প্রতি ক্রেতাদের আলাদা আকর্ষণ রয়েছে। আমরা এখানে আইড়, চিতল এবং বোয়ালের মতো টাটকা মাছ এনেছি। এছাড়া রুই, কাতলা, ব্রিগেড মাছও বিক্রি করছি।"


মেলায় বিশাল আকৃতির মাছ দেখতে একে একে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। অনেকেই মোবাইল ফোনে মাছের ছবি তুলছেন, আবার কেউবা ছোটদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে নিয়ে এসেছেন।


মাছ ক্রয় করতে আসা এক ক্রেতা, অসিম দেবনাথ বলেন, "মেলায় প্রচুর মাছ এসেছে। তবে বড় মাছগুলো মূলত বড়লোকদের জন্য। আমরা শুধু দেখে যাচ্ছি, যদি আমাদের সাধ্যের মধ্যে কোনো মাছ পাই, তাহলে কিনে নিব।"


আরেক ক্রেতা, লিটন শীল বলেন, "পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলায় বড় মাছ কেনা একটি ট্র্যাডিশন হয়ে গেছে। তাই বিশেষ এই সময়টায় বাজারে আসি।"


মাছের মেলা এখানকার স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী ঘটনা। বিশেষ এই দিনে উৎসুক ক্রেতারা পছন্দের মাছ কিনতে মেলায় আসেন এবং পরবর্তী কয়েক দিন এই মেলার প্রসঙ্গটি নিয়ে আলোচনা চলতে থাকে।


এ বছরও মেলার এই আয়োজন স্থানীয় মানুষদের পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলার অন্য এলাকাগুলোর বাসিন্দাদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠেছে। পৌষ সংক্রান্তির এই মাছের মেলা শ্রীমঙ্গলবাসীর সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ হয়ে উঠেছে, যা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন অনেকে।