পটুয়াখালীতে আব্দুল করিম মৃধা কলেজের ছাত্র মোহাম্মদ মিরাজের ওপর বহিরাগতদের হামলার ঘটনার প্রতিবাদে সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে এই প্রতিবাদ জানান।
গত রবিবার পটুয়াখালী করিম মৃধা কলেজে ক্যাম্পাসে কিছু বহিরাগত প্রবেশ করলে কলেজের শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় ওই বহিরাগতরা ২০ থেকে ৩০ জন মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র মিরাজের মাথায় গুরুতর আঘাত লাগে। মিরাজ মাটিতে লুটে পড়েন, পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ জানিয়েছেন, ঘটনায় কেউ এখনও অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।