প্রকাশ: ২৪ জুন ২০২১, ১৭:৫৪
মাদক মামলায় হওয়া ৭ দিনের রিমান্ড শেষে এবার পরীমনির ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাভার থানায় আনা হয়েছে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে।
বুধবার (২৩ জুন) রাতে ৯টার দিকে প্রিজন ভ্যানে করে সাভার থানায় আনা হয় নাসির ও অমিকে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, পরীমণি মামলা দায়ের করার পরই গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ তাদের আদালতে তোলা হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় আনা হয়েছে।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে মাদক মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সাতদিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক মেজবাহ উদ্দিন। তিনি জানান, মামলা দায়েরের পরে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয় সাভার থানা থেকে পরে আজ তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানি শেষে আসামিদের সাভার থানায় পাঠানো হয়েছে।
নেছার উদ্দিন খান
সাভার ঢাকা