প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১১:৩৪
নওগাঁর নওজোয়ান মাঠে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানই হচ্ছে দেশের পুনর্গঠনের প্রধান চাবিকাঠি। এক বছরের পথচলায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণের সামনে এটাই আমাদের প্রধান দাবি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, স্বাধীনতা আমরা এনেছি, এবার তার সুফল ও সংহতি নিশ্চিত করবো।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ঝড়বৃষ্টি উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়ানোয় নওগাঁবাসীকে ধন্যবাদ জানাই। আমরা ৬৪ জেলায় ঘুরছি, জনগণের কথা শুনছি, শহীদ পরিবারের কান্না শুনছি। রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হয়েছে এবং জনগণের প্রত্যাশা থেকেই এনসিপির আত্মপ্রকাশ।
তিনি আরও বলেন, নওগাঁর রাস্তার করুণ অবস্থা দেখে মনে হয়েছে ১৫ বছরের তথাকথিত উন্নয়ন শুধুই প্রতারণা। আমরা আর কোনো মিথ্যা আশ্বাস দেব না, বরং জনগণের স্বার্থে সত্য ও ন্যায়ের পক্ষে থাকবো। সেই সঙ্গে জনগণের শক্তিতেই আমরা বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিন বলেন, আমি একজন স্থানীয় বাসিন্দা হিসেবে চাই, নওগাঁয় উন্নত চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত হোক। এনসিপি সেই সম্ভাবনার দিক দেখাচ্ছে। তিনি নওগাঁবাসীকে দলের পাশে থাকার আহ্বান জানান।
সভার আরেক বক্তা সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমাদের ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয়নি। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি না করলে এই দেশে শান্তি আসবে না। গণহত্যার বিচার না হলে জনগণের রাগ আরও বাড়বে।
উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহর যৌথ সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, নাসিরুদ্দীন পাটওয়ারী এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এদিন বিকেলে কেন্দ্রীয় নেতারা বালুডাঙা বাসস্ট্যান্ড থেকে রুবির মোড় পর্যন্ত ঐতিহ্যবাহী ভ্যানগাড়িতে পদযাত্রা করেন এবং পরে পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছান। পুরো কর্মসূচি জুড়ে ‘দালালী না রাজপথ’, ‘আপোষ না সংগ্রাম’সহ নানা শ্লোগানে মুখর ছিল নওগাঁ শহর।
সভায় বক্তারা বলেন, আগামী বাংলাদেশ হবে এনসিপির নেতৃত্বে, যেখানে জনগণের মর্যাদা ও স্বাধীনতা পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। গণঅভ্যুত্থানে নিহত নাইমের মা শিল্পী বলেন, পুরনো দলগুলো আমাদের শিখিয়েছে রাজনীতি কী, এখন দেশের জন্য এনসিপির পাশে দাঁড়ান।