বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাত্র-জনতার ন্যায্য দাবি পূরণের আহ্বান জানিয়ে বলেছেন, আন্দোলনরত ছাত্র-জনতার সব দাবি দ্রুত মেটানো উচিত। তিনি জানান, জনগণকে আর সংগ্রাম করতে হবে না, বরং বিনা সংগ্রামে তাদের দাবি পূরণে কাজ করবে জামায়াত।
শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে, তা পূরণের জন্য সরকারের সদিচ্ছা থাকা জরুরি। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করতে হবে না।”
তিনি আরও বলেন, দেশে সংস্কারের কাজ চলছে, এবং এর পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সরকারকে সময় দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ভোটার তালিকা হালনাগাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি যেকোনো যোগ্য নাগরিক যেন তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আশ্বাস দেন যে, আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় আনতে কাজ করবে জামায়াত। তিনি উল্লেখ করেন, “অনেক দলের মধ্যেই দেশ পরিচালনার যোগ্য মানুষ রয়েছেন, যাদের অভিজ্ঞতা জনগণের কল্যাণে কাজে লাগানো হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ও অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে উপস্থিত নেতারা সংসদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, সংসদ এবার জনগণের প্রকৃত কল্যাণে কাজ করবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।