https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দেবীদ্বারে মাত্রাতিরিক্ত লোডশেডিং; মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ৩:২৪

শেয়ার করুনঃ
দেবীদ্বারে মাত্রাতিরিক্ত লোডশেডিং; মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

কুমিল্লার দেবীদ্বারে গত এক সপ্তাহে তীব্র তাপদাহের মধ্যে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত  হয়ে পড়েছে জনজীবন। চলমান এসএসসি পরিক্ষার্থীদের প্রস্তুতিতে পড়েছে প্রভাব। তীব্র গরমে গত একসপ্তাহ যাবৎ ১ ঘণ্টা পর পর লোডশেডিং দেয়া হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়।ফ

বুধবার ১০মে দেবীদ্বারে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন তীব্র তাপদাহের মধ্যে কোনো নিয়মনীতি ছাড়াই দেয়া হচ্ছে লোডশেডিং ফলে উপজেলার প্রায় সব এলাকায় দিনে কমপক্ষে ১৩-১৪ ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিদ্যুৎ বিভাগ বলছে, তিন কারণে লোডশেডিং বেড়েছে। তীব্র গরমে এসির লোড মাত্রাতিরিক্ত বেড়েছে। জ্বালানির অভাবে ও যন্ত্রপাতি সংরক্ষণে বিদ্যুতের উৎপাদন কমেছে। বিদ্যুতের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার মেগাওয়াট। এদিকে চাহিদার তুলনায় দেবীদ্বারে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এমন লোডশেডিং দিতে হচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা এমন অস্বাভাবিক লোডশেডিংয়ে ২০২৩ বর্ষের চলমান এসএসসি পরিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্ত হচ্ছে, মোমবাতি জ্বালিয়েই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা। তার সাথে সাথে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। তীব্র গরমে মানুষ যখন হাঁপিয়ে উঠছে ঠিক তখনই ২৪ ঘণ্টার মধ্যে ১৩-১৪ ঘণ্টা কোথাও কোথাও তারও অধিক লোডশেডিং দেয়া হচ্ছে। লোডশেডিংয়ের কারনে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়াসহ পরিবারের বিভিন্ন কার্যক্রম।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নানান শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, রমজান মাসেও অন্যান্য উপজেলার থেকে দেবীদ্বারে বেশি লোডশেডিং হয়েছে। এখন যেন লোডশেডিংয়ের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। বিদ্যুৎ বিভাগ লোডশেডিংয়ের রোস্টার না করেই তাদের ইচ্ছে মতো রাত নেই দিন নেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দিয়ে যায়, প্রতিদিন এমন লোডশেডিং জীবনকে বিষিয়ে তুলেছে।

এবিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ-১ দেবীদ্বার জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী দ্বীপক সিংহ বুধবার রাত সাড়ে ৮টায় জানান, শুধু দেবীদ্বারেই নয়, বিদ্যুৎ সংকটে সারাদেশেই লোডশেডিং হচ্ছে। অতিরিক্ত গরমে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায়, জেনারেশন কম থাকায় চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। গ্রাহকে চাহিদা পূরনে দেবীদ্বারে ২৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে সারাদিনে আমরা পেয়েছি ৫ মেগাওয়াট যা চাহিদার তুলনায় খুবই কম। তাই আমাদের বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে। 

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

নিরাপদ পানির লড়াইয়ে হেরে যাচ্ছে বাবুগঞ্জ

নিরাপদ পানির লড়াইয়ে হেরে যাচ্ছে বাবুগঞ্জ

জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে নিরাপদ ও সুপেয় পানির সংকট দিনদিন তীব্রতর হচ্ছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলাও এই সংকটের বাইরে নয়। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করা যাচ্ছে না, কিছু নলকূপে কখনো পানি ওঠে, কখনো আবার ওঠে না। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ অকেজো নলকূপ অগভীরভাবে স্থাপন করা হয়েছে। তবে ব্যক্তিগত উদ্যোগে

শ্রীমঙ্গলে বন্ধ সিজার অপারেশন, দুর্ভোগে প্রসূতি মায়েরা

শ্রীমঙ্গলে বন্ধ সিজার অপারেশন, দুর্ভোগে প্রসূতি মায়েরা

মৌলভীবাজার জেলার চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু প্রায় এক মাস ধরে এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রসূতিরা। সরকারি হাসপাতালে সিজার অপারেশন বন্ধ থাকায় শত শত প্রসূতিকে বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে যেতে হচ্ছে, যা অতিরিক্ত ব্যয়বহুল এবং অনেকের সামর্থ্যের বাইরে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০২২ সালে

মনু নদী পারাপারে বাঁশের সাঁকোই ভরসা ২২ হাজার মানুষের !

মনু নদী পারাপারে বাঁশের সাঁকোই ভরসা ২২ হাজার মানুষের !

মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজারে প্রমত্তা মনু নদীর ওপর একটি সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন আশপাশের অন্তত ১৫টি গ্রামের প্রায় ২২ হাজার মানুষ। বর্ষায় উত্তাল নদীতে নৌকায় পারাপার এবং শুষ্ক মৌসুমে সরু বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজিরবাজার এলাকায় মনু নদীর ওপর এলাকাবাসীর উদ্যোগে নির্মিত একটি বাঁশের সাঁকোই ভরসা। এ

সলঙ্গাবাসীর গলার কাঁটা নবনির্মিত ব্রীজ, বাড়ছে ঝুঁকি

সলঙ্গাবাসীর গলার কাঁটা নবনির্মিত ব্রীজ, বাড়ছে ঝুঁকি

সিরাজগঞ্জের সলঙ্গায় তাড়াশ-সলঙ্গা জিসি রাস্তার বনবাড়িয়ায় নবনির্মিত দুটি ব্রীজ এখন স্থানীয়দের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে ব্রীজের কাজ চলছিল, তবে শেষ পর্যন্ত উভয় ব্রীজের পাশে মাত্রাতিরিক্ত ঢালু থাকার কারণে যানবাহন ওঠানামা করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের এবং মালামাল পরিবহনকারী যানবাহনের চলাচলে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং অহরহ দুর্ঘটনা ঘটছে। ইঞ্জিন চালিত যানবাহন ব্রীজে উঠতে গিয়ে মাঝপথে থেমে যায়,

আজমিরীগঞ্জে পানির সংকট: জনগণের দুর্ভোগ চরমে

আজমিরীগঞ্জে পানির সংকট: জনগণের দুর্ভোগ চরমে

তীব্র তাপদাহে আজমিরীগঞ্জ উপজেলায় পানির সংকট বেড়ে গেছে। দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ সাধারণ পাম্প ও টিউব ওয়েল থেকে পানি উঠছে না। এ কারণে উপজেলার মানুষের মধ্যে সুপেয় পানির জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। খাল-নালা এবং বেশিরভাগ পুকুর ও জলাশয়ের ভরাট হওয়ায় পানি সংকটের সমস্যা আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়দের মতে, দাবদাহ, বৃষ্টি না হওয়া, পুকুর