প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:২৪
উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে অবেশেষে সৌদি আরব পৌঁছেছেন ৩০২ বাংলাদেশি।সাউদিয়া এয়ারলাইনসে করে গতকাল বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরব পৌঁছায় এসব প্রবাসী।বিমানবন্দরের একটি সূত্র জানায়,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার দিবাগত রাত ফ্লাইটিটি ঢাকা ছেড়ে যাওয়ার পর রাত ৩টা ২০ মিনিটে সৌদি বিমানবন্দরে অবতরণ করে।করোনা মহামারিতে দেশে এসে আটকা পড়াসহ ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসীদের অনেকের কর্মস্থলে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।সৌদি সরকারের অনুমতি, টিকিট সংকটসহ ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো নিয়ে প্রায় সপ্তাহখানেক নানা সমস্যার পর সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সমস্যার সমাধান হয়।এসব সমস্যা সমাধানের পরও করোনা পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে কাটে গতকালের সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটের যাত্রীদের।