সিরিয়ায় রকেট হামলায় ৫ ব্রিটিশ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১০ই জানুয়ারী ২০১৯ ০৪:৫৩ অপরাহ্ন
সিরিয়ায় রকেট হামলায় ৫ ব্রিটিশ সেনা নিহত

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েকমাসে ব্যাপক সামরিকস ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।

রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানায়, হামলায় ব্রিটেনের আরো কয়েকজন সেনা আহত হয়েছে। তবে ব্রিটেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। গত রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছিলো, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র হামলায় ব্রিটেনের এক সেনা নিহত ও দুজন আহত হয়েছে। এছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ আইএসের সর্বশেষ ঘাঁটি দখলে অভিযান চালালে পাল্টা হামলায় ২৩ জনকে হত্যা করেছিলো আইএস।

ইনিউজ ৭১/এম.আর