প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:৩৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের দুই দিন পর মেঘা খাল থেকে আরিফ হোসেন (১৩) নামে মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ একই ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আরিফ প্রায়ই রাতে বাড়ির বাইরে থাকত। সাধারণত সে পরদিন সকালে নিজে থেকেই ফিরে আসত। তবে গত শনিবার রাতে সে আর ঘরে ফেরেনি।
পরিবারের সদস্যরা রোববার সকাল থেকেই তাকে খুঁজতে শুরু করেন। কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় তারা উৎকণ্ঠায় পড়েন।
সোমবার সকালে স্থানীয় লোকজন মেঘা খালে একটি মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রথমে মরদেহটি এতটাই ফুলে গিয়েছিল যে, ছেলের বাবা জামাল হোসেন তা শনাক্ত করতে পারেননি। পরে থানায় গিয়ে আরিফের মা ছেলের মরদেহ দেখে নিশ্চিত করেন এটি তাদের সন্তানের।
আরিফের পরিবারের একজন সদস্য দাবি করেন, শিশুটি হয়তো কারও ঘরে ঢুকে পড়েছিল। এ কারণে তাকে মারধর করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শিশুটির মরদেহ খালে উপুড় হয়ে ভেসে ছিল। শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডল ফুলে গিয়েছিল, তবে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন মেলেনি।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও রহস্যের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছেন।