প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:৪৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ময়মনসিংহের ভালুকায় নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে এক নারী ও তার দুই শিশুকে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ময়না আক্তার (২৫) এবং তার দুই শিশু সন্তান রাইসা (৭) ও নিরব (২)।
তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে ভালুকার হাইয়ুলের বাড়িতে ভাড়া থাকতেন। এলাকাবাসীর ধারণা, গতকাল রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, মরদেহগুলো ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। প্রত্যেকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে শিশুদের নির্মম পরিণতি দেখে এলাকাবাসী ভীষণ ক্ষোভ ও শোক প্রকাশ করছে।
স্থানীয়রা জানায়, নিহত ময়না আক্তার সম্প্রতি স্বামী-সন্তান নিয়ে ভালুকায় এসেছিলেন এবং একটি বাসায় ভাড়া থাকতেন। তবে ঘটনার সময় তার স্বামী কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, তিনজনকে একসাথে এমন নৃশংসভাবে হত্যা করার পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কিনা, তা খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালাচ্ছে।
ঘটনাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন।