প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ১৬:৬
শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তিনি বলেছেন, ঢাকা এখন চীন ও পাকিস্তানের দিকে কৌশলগতভাবে ঝুঁকে পড়ছে,
যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। মঙ্গলবার নয়াদিল্লিতে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে জেনারেল চৌহান এ মন্তব্য করেন। তিনি বলেন, তিন দেশের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।
একই সঙ্গে তিনি এও আশঙ্কা প্রকাশ করেন যে, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো চীনের ঋণ-কূটনীতির ফাঁদে পড়ে ভারতের প্রভাব খর্ব করছে। পাশাপাশি এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ও ঘন ঘন সরকার পরিবর্তনও ভারতের নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব ফেলছে। জেনারেল চৌহান বলেন, চীন এবং পাকিস্তান পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র হওয়ায় তাদের মধ্যে সাম্প্রতিক সম্পর্কোন্নতি এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা এই অঞ্চলের শান্তির জন্য উদ্বেগজনক।
পাকিস্তান গত পাঁচ বছরে তার সামরিক সরঞ্জামের প্রায় ৭০-৮০ শতাংশ চীন থেকে সংগ্রহ করেছে বলে জানান তিনি। ভারতীয় প্রতিরক্ষা প্রধানের মতে, এই তিন দেশের পারস্পরিক সমঝোতা কেবল অর্থনৈতিক নয়, বরং সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও বিস্তার লাভ করছে। ভারত তাই এই কৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় তৎপর রয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সচেষ্ট হচ্ছে।
এদিকে ভারতের কূটনৈতিক মহলে এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পাবে কিনা তা এখন সময়ই বলে দেবে। তবে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতাকে দিল্লি গুরুত্বের সঙ্গে দেখছে।
মেটা কীওয়ার্ডঃ
হ্যাশট্যাগঃ #ইনিউজ৭১ #enews71 #ভারত #বাংলাদেশ #চীন #পাকিস্তান #শেখহাসিনা #রাজনীতি #আন্তর্জাতিকসম্পর্ক #নিরাপত্তা #জেনারেলচৌহান