স্ত্রীকে সাপ ভেবে বেধড়ক পেটালেন স্বামী!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ৯ই জানুয়ারী ২০১৯ ১০:৩৭ পূর্বাহ্ন
স্ত্রীকে সাপ ভেবে বেধড়ক পেটালেন স্বামী!

রাতে ঘুম ভেঙে গেল স্বামীর। আৎকে উঠলেন তিনি। পাশেই রয়েছে দুটো সাপ! চিৎকার দিয়ে উঠে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পেটালেন আবছা আলোয়। পরে দেখলেন সাপ নয় স্ত্রীকে পেটাচ্ছিলেন তিনি। এমন অদ্ভুদ ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। গত বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনা ভাইরাল হয়েছে। রাতের অন্ধকারে কেনই বা স্ত্রীকে সাপ ভেবে বসলেন স্বামী! এমন প্রশ্নে জানা গেছে, ভুক্তোভোগী স্ত্রী ফ্যাশন সচেতন। নানারকম বিশেষ করে অপ্রচলিত ধারণার পোশাক কিনে পরা শখ ছিল যার। এমনই স্বভাবের কারণে সাপের চামড়া মত দেখতে পোশাক কিনে আনেন তিনি। 

পোশাকটি পা পর্যন্ত ঢাকা। সেটা পরে সারা দিন নানা ছবিও তোলেন। পোশাকটি অনেক পছন্দের ছিল বলে ওই মহিলা সেটা পরেই রাতে শুয়ে পড়েন। সঙ্গে গায়ে চাদর ঢেকে নেন ওই নারী। তবে এক সময় পা দুটো চাদরের বাইরেই বেরিয়ে যায়। রাতে ঘুম ভেঙে গেলে ডিম আলোয় হুট করে স্ত্রীর পা দুটো দেখে সাপ ভেবে স্ত্রীকে পেটাতে শুরু করেন ওই নারীর স্বামী। চিৎকার দিয়ে ওঠেন তার স্ত্রী। পরে তিনি ভুল বুঝতে বুঝতে ততক্ষণে তার স্ত্রীর পা রক্তাক্ত হয়ে যায়, ভেঙ্গে যায় এক পা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব