যুক্তরাজ্যে অবস্থানরত মৌলভীবাজার জেলার বিএনপি নেতাকর্মীদের আয়োজনে এক মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য ও অভিযোগ তুলে ধরেন। মঙ্গলবার (৮ জুলাই) লন্ডনের হোয়াইট চ্যাপলের মাইদা গ্রীল হলরুমে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল। এই চক্রান্তে জড়িত ছিল পাশ্ববর্তী একটি দেশ, যার পরিকল্পনা আরও একটি পরাশক্তি ধরে ফেলে।”
তিনি দাবি করেন, “একজন ভারতীয় সেনা কর্মকর্তা জেলরূপে খালেদা জিয়ার বন্দিজীবনের সময় জেলে প্রবেশ করে। সেই ব্যক্তি মেজর পদমর্যাদার ছিলেন এবং ইসরায়েল যেভাবে ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করেছিল, সেভাবেই খালেদা জিয়ার উপর বিষ প্রয়োগ করা হয়। যদিও এক মাসের মধ্যেই তা ধরা পড়ে যায়, ততক্ষণে তাঁর লিভারে ক্ষতি হয়ে গিয়েছিল।” তিনি আরও বলেন, "এই বিষক্রিয়াই বেগম জিয়ার লিভার সিরোসিসের কারণ।"
নাসের রহমান অভিযোগ করেন, “শেখ হাসিনা এক সময় বলেছিলেন, যারা মদ খায় তাদের লিভার সিরোসিস হয়। অথচ তিনি জানতেন, বিষ প্রয়োগে খালেদা জিয়ার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি বলেন, "লন্ডনে উন্নত চিকিৎসার পর ম্যাডাম এখন অনেকটাই সুস্থ আছেন।"
সভায় বিএনপির গত ১৫ বছরের আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরে নাসের বলেন, “আমরা হিটলারের পর সবচেয়ে ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা, গুম, খুন, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন।” তিনি দাবি করেন, “সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের পেছনে দীর্ঘদিনের বিএনপির ত্যাগ ও প্রেক্ষাপট ছিল, শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি।”
তিনি আরও বলেন, “২০২৩ সালের জুলাইয়ে ঢাকায় সাত লাখ মানুষের জমায়েত এবং এর পরদিন অবরোধ কর্মসূচিতে পুলিশের দমন-পীড়নের মুখেও আমরা রাজপথে ছিলাম। গদা হাতে পুলিশকে আমরা দৌড়ানি দিয়েছি। এই দীর্ঘ আন্দোলনের কারণেই আজকের পরিবর্তন সম্ভব হয়েছে।”
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “৫ আগস্ট আমরা ভারত থেকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। এটা কোনো সন্দেহের বিষয় নয়।” তাঁর ভাষ্য মতে, “১৯৭১ সালে পাকিস্তান থেকে প্রথম স্বাধীনতা এবং ২০২৪ সালে ভারতীয় প্রভাব থেকে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে।”
নাসের রহমান পিআর সিস্টেম নিয়ে সমালোচনা করে বলেন, “এই পদ্ধতি জার্মানি ও ইসরায়েল ছাড়া কোথাও কার্যকরভাবে নেই। জনভিত্তিহীন ছোট দলগুলো জোট করে ক্ষমতায় আসা এই পদ্ধতিতে বড় দলের মানুষের ভোটের মূল্য থাকে না। এটি জনরায়কে অপমান করার সামিল।”
তিনি বলেন, “আওয়ামী লীগ এখন গাতর তলে। তাদের চরিত্রে হায়া-শরম, অনুশোচনা কিছুই নেই। মানুষ হিসেবে বিবেচনার যোগ্য কিনা, সেটাও ভাবার বিষয়।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরিস। যৌথ সঞ্চালনায় ছিলেন সোয়ালেহীন করিম চৌধুরী ও সফিকুর রহমান। সভায় যুক্তরাজ্যের বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম নাসের রহমান ও তাঁর পরিবার সভায় অংশগ্রহণ করেন। প্রবাসীদের পক্ষে শমসেরনগর বিমানবন্দর চালু, শ্রীমঙ্গলে স্পেশাল ট্রেন চালু, বাইপাস সড়ক ও মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
তিনি জানান, লন্ডনে অবস্থানকালে ম্যানচেস্টার, ওল্ডহ্যাম, বার্মিংহাম, পোর্টসমাউথ ও কেন্টে আরও মতবিনিময় সভায় অংশ নেবেন।