প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ২২:১৩
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি এখন অতীতের অধ্যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবসের বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা ও পথসভায় তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। পথসভায় তিনি শেখ হাসিনাকে সরাসরি ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন এবং বলেন, ‘হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক।’
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, আওয়ামী লীগ অতীত ইতিহাসে পরিণত হয়েছে এবং দেশের জনগণ তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ নতুন নেতৃত্ব ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এনসিপি এগিয়ে চলছে।
এসময় বক্তব্যে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও সমালোচনা করে বলেন, ‘মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই মোদি। তিনি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে শেখ হাসিনাকে প্রশ্রয় দিচ্ছেন।’ তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তনের সূচনা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ভারতে বসেই হাসিনা ও তার সহযোগীরা জুলাই আন্দোলনের নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে। তবে এসব চক্রান্ত করে বাংলাদেশে পুনরায় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই বলেও তিনি জোর দিয়ে বলেন।
আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করে হাসনাত বলেন, তারা জনগণের ওপর দমনপীড়ন চালিয়ে টিকে থাকতে চেয়েছিল, কিন্তু সেই অধ্যায় এখন শেষ। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থেকে দেশ রক্ষার আহ্বান জানান এবং পরিবর্তনের এই ধারা অব্যাহত রাখার জন্য সক্রিয় থাকার আহ্বান জানান।
পথসভায় এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান’কে রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থার সূচনা হিসেবে তুলে ধরেন। তারা এই দিবসটিকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ হিসেবে চিহ্নিত করেন।
হাসনাত তার বক্তব্যে বলেন, ইতিহাসের এই সন্ধিক্ষণে বাংলাদেশ আর কখনো সাম্প্রদায়িক বা পরিবারতান্ত্রিক শাসনে ফিরবে না। এনসিপি একটি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে সামনে আসছে এবং জনগণের সাথেই তাদের পথচলা।