প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ২২:২২
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সদস্য শেফালিকা ত্রিপুরা। বুধবার (৯ জুলাই ২০২৫) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পরিষদের অন্যান্য সদস্য, কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন পরিষদের সদস্য ও কর্মকর্তারা।