প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১১:৩২
আফগানিস্তানে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর একসময়ের প্রধান শত্রু রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে এই স্বীকৃতির ঘোষণা দেন। এটি তালেবান প্রশাসনকে বৈধতা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্বীকৃতি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গাঢ় করবে এবং আফগানিস্তানের জ্বালানি, কৃষি, অবকাঠামো খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্বে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে মস্কো সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে তালেবান সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
২০১৮ সাল থেকে রাশিয়া ও তালেবানের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে ‘সন্ত্রাসবিরোধী মিত্র’ হিসেবে অভিহিত করেছিলেন। ২০২২ সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ তালিকা থেকে বাদ দেয়। এসব পদক্ষেপের ফলে রাশিয়ার সাথে তালেবানের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়েছে।
তালেবান ক্ষমতায় আসার পর রাশিয়া কাবুলে তার দূতাবাস খোলা রেখেছে এবং আফগানিস্তানের সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক চুক্তি করেছে। তবে পশ্চিমা দেশগুলো এখনও তালেবান সরকারের ব্যাপারে সতর্ক এবং তাদের নীতিমালা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে নারীদের শিক্ষা ও স্বাধীনতা হ্রাস ও কঠোর শরিয়া আইন প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতি ও আফগানিস্তানের ভবিষ্যতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এটি অন্যান্য দেশগুলোর জন্যও একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।
#রাশিয়া #তালেবান #আফগানিস্তান #আন্তর্জাতিকস্বীকৃতি #মস্কো #ইনিউজ৭১ #enews71
meta keywords: