প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১১:২০
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে পড়ে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ৭ বছর বয়সী সোহান আলী ও ৬ বছর বয়সী সিয়াম হোসেন, যারা দুজনেই স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল এবং ছুটিতে বাড়ি এসেছিল।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ছুটি পেয়ে ঢাকায় কর্মরত বাবাদের কাছে বাড়িতে আসে তারা। পরদিন সকালে খেলার জন্য তারা বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। খেলতে খেলতে একপর্যায়ে সিয়াম পা পিছলে পুকুরে পড়ে গেলে সোহান সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। তবে দুঃখজনকভাবে দুজনেই পানিতে ডুবে যায় এবং প্রাণ হারায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
সোহান ও সিয়ামের এই করুণ মৃত্যুর খবরে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। তাদের মাদ্রাসার শিক্ষকরা জানান, দুই শিশু ছিল অত্যন্ত ভদ্র, শান্তশিষ্ট ও নামাজি। শিক্ষকরা সবাই তাদের খুব স্নেহ করতেন। তাদের অকাল মৃত্যুতে মাদ্রাসার পরিবেশ ভারাক্রান্ত হয়ে পড়েছে। সোহানের নানার কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, আমার নাতি বলত জানাজা পড়বে, অথচ আজ তাকে নিয়েই জানাজা পড়তে হলো।
নিহতদের দাদি মাহমুদা বলেন, দুই ভাইয়ের একটি করে ছেলে ছিল, এরা আমাদের সংসারের প্রাণ। এখন তো সবই শেষ হয়ে গেল। এই ঘটনা তাদের পরিবারের পাশাপাশি গোটা গ্রামবাসীর মনে গভীর বেদনা ও শোকের সৃষ্টি করেছে।
ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
শিশুদের এমন করুণ মৃত্যু শুধু তাদের পরিবারকেই নয়, পুরো সমাজকেই নাড়া দিয়েছে। পানির পাশে খেলাধুলা নিয়ে সতর্কতা ও সচেতনতা বাড়ানোর সময় এসেছে বলে মত দিয়েছেন সচেতন মহল।