প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১১:৫৭
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্রতে এক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল ২৫ মিলিয়ন দিরহাম অর্থাৎ প্রায় ৮০ কোটি টাকা জিতে দেশের গর্ববোধ তৈরি করেছেন। ৪৩ বছর বয়সী এই ইলেকট্রিশিয়ান গত ১৪ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন এবং দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিত বিগ টিকিট লটারি কিনে আসছিলেন।
বেলাল সিরিজ ২৭৬-এর ০৬১০৮০ নম্বর টিকিটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টার থেকে কিনেছিলেন। গত ২৪ জুন অনুষ্ঠিত ড্রয়ে এই টিকিট তাঁকে বিজয়ী করেছে। খবর পেয়ে বেলাল বলেন, ‘আমি এখনও কাঁপছি, বিশ্বাসই হচ্ছে না যে এত বড় অর্থ জিতেছি।’ তিনি দীর্ঘদিনের স্বপ্নের সফলতায় আবেগাপ্লুত।
বেলাল ও তার পাঁচ বন্ধু নিয়মিত একত্রে মাসে একটি করে টিকিট কেনেন এবং শেষ পর্যন্ত তাঁদের অপেক্ষার অবসান হয়েছে। এই বিশাল পুরস্কার পাওয়ার পর তিনি জানান, তাঁর অংশ দিয়ে প্রথমেই বাংলাদেশের পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করবেন। বাকি অর্থ কীভাবে ব্যয় করবেন তা নিয়ে কিছুদিন চিন্তা করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও বিগ টিকিট লটারি কেনা অব্যাহত রাখবেন।
এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। এছাড়া সাপ্তাহিক ই-ড্রতে ১৫০,০০০ দিরহাম পুরস্কার জিতে ছিলেন আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী।
বিগ টিকিট র্যাফেল যুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ও বড় ধরনের লটারি হিসেবে পরিচিত। এতে অংশগ্রহণকারীরা বড় বড় অর্থ পুরস্কার জেতার সুযোগ পান। বেলালের মতো অনেক প্রবাসী এই লটারিতে অংশ নিয়ে জীবনের স্বপ্ন পূরণের আশা করে থাকেন।
এ ধরনের বড় পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রবাসীদের মাঝে নতুন উৎসাহ সৃষ্টি হচ্ছে এবং দেশের প্রতি তাদের আবেগও বাড়ছে। বেলালের বিজয় যেন অনেক প্রবাসীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠে।