নরসিংদীর শিবপুর উপজেলার এক যুবক দালালের প্রতারণার শিকার হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়া হাবিবুল্লাহ ভূঁইয়া (২০) শেষ পর্যন্ত পড়েন মৃত্যুর মুখে।
শনিবার (৩ মে) হাবিবুল্লাহর পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক ভূঁইয়া ও মানসুরা বেগমের ছোট ছেলে ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, ইতালি যাওয়ার লোভ দেখিয়ে একদল দালাল হাবিবুল্লাহকে প্রথমে সৌদি আরব নিয়ে যায়। ওমরাহ ভিসায় দুই মাস থাকার পর তাকে তুরস্ক হয়ে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে তাকে রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় ২০ লাখ টাকার বিনিময়ে।
হাবিবুল্লাহর বাবা আবু সিদ্দিক বলেন, "ছেলে ইতালি যাওয়ার স্বপ্ন দেখত। দালালরা তাকে যুদ্ধে পাঠিয়ে হত্যা করেছে। আমরা টাকা দিতে রাজি ছিলাম, কিন্তু তারা তাকে ফেরত দেয়নি।"
গত ২৭ মার্চ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে হাবিবুল্লাহ নিহত হন। ইউক্রেনীয় সেনাদের অতর্কিত হামলায় তার মৃত্যু হয়। বাংলাদেশি এক সহযোদ্ধার মাধ্যমে পরিবার এ খবর পায়।
মা মানসুরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "ছেলে ফিরে আসার জন্য কাঁদত। দালালরা অনেক মায়ের বুক খালি করেছে। আমি শুধু ছেলের মরদেহ ফেরত চাই।"
হাবিবুল্লাহর বন্ধু নাইম ইসলাম অভি জানান, রাশিয়ায় তাকে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয়েছিল। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, "পরিবারের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ ফেরত আনার চেষ্টা করা হবে। দালালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"