প্রকাশ: ৪ মে ২০২৫, ১১:২৮
নোয়াখালী জেলার মাইজদী কোর্ট স্টেশনে রবিবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত 'সুবর্ণচর এক্সপ্রেস' ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। ২০২৩ সালে ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তঃনগর ট্রেন 'সুবর্ণচর এক্সপ্রেস' চালুর ঘোষণা দেওয়া হলেও এখনও তা চালু হয়নি, ফলে যাত্রীরা প্রতিদিন বাসে অতিরিক্ত ভাড়া ও ভোগান্তির শিকার হচ্ছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, 'সুবর্ণচর এক্সপ্রেস' চালু না হওয়ায় সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। তিনি আরও বলেন, 'বাস সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ জিম্মি হচ্ছেন, যা অগ্রহণযোগ্য।
অবরোধে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, 'আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ কোনো অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ১০ দিনের মধ্যে কোনো আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।'
মাইজদী কোর্ট স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান জানান, 'সকাল ৬টায় নোয়াখালীর একমাত্র আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। পরে সকাল সাড়ে ৭টায় অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।'
সর্বশেষ, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঢাকা-নোয়াখালী রুটের নতুন আন্তঃনগর ট্রেনের নাম সুবর্ণচর এক্সপ্রেস প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন হয়েছে।' তবে, ট্রেনটি চালু হওয়ার আগ পর্যন্ত সাধারণ জনগণের ভোগান্তি অব্যাহত রয়েছে।