প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৬:১৫
হামাসের জিম্মিদশা থেকে তিন রুশ নাগরিক মুক্তি পাওয়ায় প্রকাশ্যেই কৃতজ্ঞতা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিনে ওই তিনজনের সঙ্গে সাক্ষাৎকালে পুতিন হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনি নেতৃত্বের ভূমিকাকে সাধুবাদ জানান। এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।