প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২৩:৫৭
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সরকারের আচরণ এবং নীতির কড়া সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক যুব সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, সরকার সচেতনভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে, যাতে বিএনপিকে পাশ কাটানো যায়।
দুদু অভিযোগ করেন, সরকার দেশের জনগণকে বিভ্রান্ত করছে এবং নির্বাচন নিয়ে টালবাহানা করছে। একবার বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে, আবার কখনো বলা হচ্ছে জুন মাসে—এসবকে তিনি ‘ফাইজলামি’ বলে উল্লেখ করেন।
বিএনপি নেতার মতে, সরকার চায় না বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসুক। সে কারণেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে তারা।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, এখনই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। কবে, কোন মাসে, কোন সালে নির্বাচন হবে—এটা স্পষ্টভাবে জানাতে হবে জনগণকে।
যুব সমাবেশে বিএনপির নিখোঁজ নেতাদের প্রসঙ্গও তোলেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বহু নেতা-কর্মীর গুমের এখনো কোনো হদিস নেই। তারা মৃত না জীবিত, সে বিষয়ে পরিবারগুলো কিছুই জানে না।
তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, “শেখ হাসিনা শুধু গুম করেননি, অপহরণ করেও বহু নেতাকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন।” সেই সঙ্গে তিনি ইলিয়াস আলী ও অন্যান্য নিখোঁজ নেতাদের জন্য আলাদাভাবে বিচার দাবি করেন এবং গুম-খুনের দায়ে বর্তমান সরকারের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
দুদুর অভিযোগ, গণতন্ত্রকে ধ্বংসের পেছনে যেসব ষড়যন্ত্রকারীর ভূমিকা রয়েছে, তারা এখনো কোনো না কোনোভাবে রক্ষা পাচ্ছে এবং নতুন ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নিরপেক্ষ ও অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানান তিনি।