প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২৩:২৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
দেবীদ্বার উপজেলার মানুষের পাশে দাঁড়ালেন কিছু মানবিক মানুষ। ক্যান্সারে আক্রান্ত ২০ জন রোগীকে আর্থিক সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধিতে প্রতিরোধক গাছ ও বীজ বিতরণ করা হয়েছে এক আয়োজনে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লার দেবীদ্বারে অনুষ্ঠিত এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করেছে ‘রাইজ ইউর হেন্ডস্ ফর নিডি ক্যান্সার পেসেন্টস’ নামক সংগঠন। আয়োজনে সহায়তা করেছে দেবীদ্বার উপজেলা জনকল্যাণ পরিষদ।
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। তিনি বলেন, “মানুষের সহানুভূতিতেই সভ্যতার জন্ম। আজও পৃথিবী টিকে আছে ভালো মানুষদের কারণেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের (সিসিসিএফ) জনসংযোগ ও প্রচার সম্পাদক ড. জেসমিন পারভীন সীমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আরিফুর রহমান, এস. এ. সরকারি কলেজের প্রভাষক মো. আতিক চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন ভুলু পাঠান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক শেখ মো. শহিদুল্লাহ এবং ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশনের এমডি আলহাজ্ব মো. মোজাফ্ফর আহমেদ।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আব্দুস সালাম মুন্ষী, সাংবাদিক জহিরুল ইসলাম মারুফ, দেবীদ্বার উপজেলা জনকল্যাণ পরিষদের সভাপতি মো. ময়নাল হোসেন মারুফ এবং ক্যান্সারে আক্রান্ত রোগীরা, যাদের মধ্যে হাসনা বেগম ও মো. জাকারিয়ার উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
উক্ত আয়োজনে ক্যান্সার আক্রান্ত প্রত্যেক রোগীকে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। সেইসঙ্গে ক্যান্সার প্রতিরোধে কার্যকর করোসল, ননী ফলের চারা, আমেরিকান মরিচ ও টমেটোর বীজ বিতরণ করা হয়। এছাড়াও ধর্মীয় অনুষঙ্গ হিসেবে হিজাব ও টুপি দেওয়া হয়।
উদ্যোক্তারা জানান, শুধু আর্থিক সহায়তা নয়—এই আয়োজনের মাধ্যমে সচেতনতা বাড়িয়ে সমাজে ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখতেই তাদের এই প্রয়াস।