প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:২১
পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এবার সরাসরি ইসরাইলি নাগরিকদের জন্য দেশের দ্বার বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। মঙ্গলবার মালদ্বীপের সংসদে একটি নতুন আইন পাস হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তা অনুমোদন দেন, যার ফলে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।