প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২৩:৪১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি নির্মম দুর্ঘটনায় প্রাণ হারাল এক তরুণ চা শ্রমিক। ইট বোঝাই ট্রাক্টর উল্টে গিয়ে ইটের নিচে চাপা পড়ে মারা যায় ১৯ বছর বয়সী শান্ত মহালী। সে ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা বাজার লাইনের চা শ্রমিক মংলু মহালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জন রোজারিও নামে এক ব্যক্তি তার বাড়ির নির্মাণকাজের জন্য ইসলামপুর ইউনিয়নের গংগানগর এলাকার জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট ক্রয় করেন। বিকেলে দুটি ট্রাক্টরে ইট পাঠানো হয় তার বাড়িতে।
সামনের ট্রাক্টরে ছিলেন জন রোজারিওর ছেলে অসীম রোজারিও এবং শান্ত মহালী। ট্রাক্টরটি পাহাড়ি পথ দিয়ে নামার সময় হঠাৎ করে ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের বডি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় এবং উল্টে যায়।
ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শান্ত মহালী। প্রত্যক্ষদর্শীরা জানান, তার মাথার পেছনে প্রচণ্ড আঘাত লাগায় সে সঙ্গে সঙ্গেই মারা যায়।
একই ঘটনায় আহত হন ট্রাক্টর চালক মামুন আহমেদ ও অসীম রোজারিও। তারা দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর শুনে শান্তর মা অনিলা মহালী ঘটনাস্থলে এসে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে চারদিক ভারী হয়ে উঠে, সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্যের।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বিকাল ৫টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।