প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২০:৫৪
নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর অঞ্চল গাজা উপত্যকা। সর্বশেষ পরিস্থিতিতে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহকে পুরোপুরি দখল করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শনিবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী ‘মোরাগ করিডর’ দখলে নিয়ে রাফাহকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।