প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে চার ইসরাইলি সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, চলমান অভিযানে নিহত সেনাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০২-এ। নিহতদের মধ্যে রয়েছেন আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), দানিলা দিয়াকভ (২১), ইয়াহাভ মায়ান (১৯), এবং এলিয়াভ আস্তুকার (১৯)। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে টহল দেওয়ার সময় হামাসের বিস্ফোরক হামলার শিকার হন সেনারা। এ সময় গুলি চালানো হয় ইসরাইলি বাহিনীর ওপর। সাম্প্রতিক সময়ে গাজার উত্তরাঞ্চল, বিশেষ করে জাবালিয়া, বেইত লাহিয়া এবং বেইত হানুনে ইসরাইলি অভিযান আরও তীব্র হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তারা মাতৃভূমির নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে ৪৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১০ হাজারের বেশি আহত হয়েছেন। তবে কিছু গবেষণার মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
ইসরাইল দাবি করেছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে চেষ্টা করছে। অন্যদিকে, হামাসের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে তারা।
গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সরকার। নেতানিয়াহু আলোচনার গতি বাড়াতে কাতারে শীর্ষস্থানীয় আলোচকদের পাঠানোর ঘোষণা দিয়েছেন।