প্রকাশ: ১৮ মে ২০২৫, ২০:১৬
বরিশালের কর্ণকাঠীতে সালিশ বৈঠকের রায় না মেনে প্রতিপক্ষের হামলায় আহত ৭০ বছর বয়সী বৃদ্ধা রাবেয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১৮ মে) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাবেয়া বেগম সদর উপজেলার কর্ণকাঠী এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী।