প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ৪:২২
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সোমবার সকালে এই হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিবিসি।
ল্যাংলি শহরে একাধিক গুলির ঘটনার বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছিল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও ঘটনাস্থল থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক মুখপাত্র সিবিসিকে বলেছেন, বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।
সিবিসি’র খবরে বলা হয়েছে, নিহতরা গৃহহীন এবং পুলিশ ধারণা করছে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সাতটার একটু আগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সার্জেন্ট রেবেকা পারস্লো বলেছেন, কাস্টডিতে একজন সন্দেহভাজন পুরুষ রয়েছে।
সূত্র: রয়টার্স