প্রকাশ: ৫ মে ২০২৫, ২২:৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে স্থাপিত বিআইডব্লিউটিসি’র ট্রাক ওয়েট স্কেলে অতিরিক্ত পণ্য (ওভারলোড) পরিবহনের দায়ে ৪টি পণ্যবাহী ট্রাকের চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ মে) রাত ৯ টার দিকে গোয়ালন্দ উপজেলার সংলগ্ন স্থাপিত ওয়েট স্কেলে ট্রাকগুলো পরিমাপ করতে আসলে অতিরিক্ত পণ্য পরিবহন করায় ৪টি ট্রাক আটক করা হয়। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৫ ধারায় মোট ১১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।