ঝালকাঠির রাজাপুরে 'গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি'র তিন মালিক গ্রাহকদের ১২ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শতাধিক গ্রাহক শনিবার এনজিও কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
প্রতিষ্ঠানটির সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল নামের তিন পরিচালক কোনো তথ্য না দিয়ে সম্প্রতি অদৃশ্য হয়ে যান। প্রতিষ্ঠানটিতে ৬ শতাধিক গ্রাহক দীর্ঘদিন ধরে এফডিআর হিসেবে টাকা জমা রেখেছিলেন।
ভুক্তভোগী ফারজানা উসনাত জাহান ঊষা বলেন, "জীবনের সঞ্চয় এই এনজিওতে রেখেছিলাম। এখন কর্তৃপক্ষের কোনো খোঁজ নেই।" অন্য গ্রাহক মো. দুলাল বলেন, "সন্তানের পড়ালেখার টাকা পর্যন্ত হারিয়েছি।"
এনজিওর ফিল্ড অফিসার শাহনাজ বলেন, "মাসে ১ লাখ টাকায় ২ হাজার টাকা মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে আমরা গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছি।"
প্রতিষ্ঠানের সভাপতি ওবায়দুল হক ননী দাবি করেন, "আমরা টাকা ফেরত দেব। আগামী দুই বছরে সব গ্রাহকের অর্থ পরিশোধ করা হবে।" তবে তার এই বক্তব্যে গ্রাহকরা সন্তুষ্ট হননি।
ক্ষুব্ধ গ্রাহকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তারা দ্রুত তদন্ত ও তাদের টাকা ফেরত চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ১২ বছর ধরে কাজ করছিল। সম্প্রতি আচমকা কার্যক্রম বন্ধ করে দেয় তারা।