শিশুদের জন্য ১৫ লাখের বেশি ফাইজারের করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আগস্ট মাসে এসব টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জানিয়েছে, শনিবার (৩০ জুলাই) সকালে ঢাকায় পৌঁছেছে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা।
সরকারের টিকা বিতরণ কর্মসূচির সদস্য সচিব ডা. সামসুল হক এসব টিকা প্রয়োগের সময়সূচি প্রসঙ্গে বলেন, আগস্ট মাসে এসব টিকাদান শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে টিকা দেওয়ার দিনক্ষণ ঠিক করা হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে সরকার প্রায় ১৩ কোটি মানুষকে টিকার আওতায় এনেছে। পরিধি বাড়াতে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পর এবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।