প্রকাশ: ১০ মে ২০২৫, ১৯:০
রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার বিকেলে শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিশাল গণজমায়েত। পূর্বঘোষণা অনুযায়ী বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে এটি শুরু হয় বিকেল ৪টায়। তবে তার আগেই এলাকায় জড়ো হয়ে পড়েন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সহ আরও কিছু সংগঠনের সদস্য ও ছাত্র-জনতা শুরু থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। রাস্তায় অবস্থান নেওয়ার পরপরই মিছিল ও স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে।
বিকেল সাড়ে ৩টার দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হন। এতে জনসমাগম আরও বেড়ে যায় এবং মুহূর্তে যান চলাচলে বিঘ্ন ঘটে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রাজধানীর গুলশানে প্রধান উপদেষ্টা বাসভবন 'যমুনা'-র সামনে অবস্থান নেন। সেখান থেকেই এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
শুক্রবার সকালে অবস্থান থেকে সরাসরি এক বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ জানান, তারা শাহবাগে নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন। পরে বিকেলে শাহবাগ অবরোধের আহ্বান জানিয়ে সকলকে সমবেত হওয়ার ডাক দেন তিনি।
তার আহ্বানে সাড়া দিয়ে হাজারো ছাত্র-জনতা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে শাহবাগে উপস্থিত হন। বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়েন তারা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশ শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও পরে মোতায়েন বাড়ানো হয়।