প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৮
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটির আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
রোববার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যখনই গেজেট প্রকাশ হবে, সেদিনই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সিইসি নাসির উদ্দিন আরও বলেন, আমরা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেব। কোনো আবেগ বা চাপে নয়, বরং আইন ও যুক্তির ভিত্তিতেই নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, যদি আগামীকাল গেজেট প্রকাশ হয়, তবে কালই কমিশনের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত আসবে। আমরা সময় নষ্ট করব না, কারণ জনগণ এবং রাষ্ট্র উভয়ই এই ইস্যুতে স্পষ্টতা চায়।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃত্বে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। এর পেছনে রয়েছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে জনমনে তৈরি হওয়া অসন্তোষ এবং জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে দ্রুততা আনার দাবি।
বিএনপি ও বামপন্থী দলগুলো এই কর্মসূচি থেকে নিজেদের দূরে রাখলেও এনসিপির সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন ও পুরনো রাজনৈতিক দল। এর জেরেই শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে আওয়ামী লীগের সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইন উপদেষ্টা আসিফ নজরল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, সোমবারের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। এই গেজেটের ভিত্তিতেই নির্বাচন কমিশন আগামী দিনে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ও ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবে।
নিষেধাজ্ঞা এবং নিবন্ধন বাতিলের মতো বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষা কেবল গেজেট প্রকাশ ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার।