গোয়ালন্দে গৃহবধূর ঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার পুলিশ

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ০৫:১৭ অপরাহ্ন
গোয়ালন্দে গৃহবধূর ঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ এক গৃহবধূকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়া এলাকায় ওবায়দুর সরদারের স্ত্রী রাহিমা আক্তার (২৯) এর রান্নাঘর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাহিমা আক্তারকে গ্রেফতার করা হয়। অভিযানে তার বসতঘরের রান্নাঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গৃহবধূ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ছিলেন। 


গ্রেফতারের পর পুলিশ জানায়, রাহিমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 


স্থানীয়দের একাংশ জানায়, এলাকায় মাদক ব্যবসার অভিযোগ নিয়ে আগেও আলোচনা ছিল। পুলিশি অভিযানে গ্রেফতারের মাধ্যমে সেটি আরও স্পষ্ট হয়েছে। 


গোয়ালন্দ ঘাট থানার ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশের অভিযান সফল করতে সাহায্য করতে হবে। 


রাজবাড়ী জেলার পুলিশ প্রশাসন মাদক নির্মূলে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে, যার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। মাদকবিরোধী কার্যক্রমে এ ধরণের অভিযান এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।